বকশীগঞ্জে ৪০টি অবৈধ চায়না রিং জাল ধ্বংস
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৪০টি চায়না রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নের দশানী নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়।
এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা। অভিযানে তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন।
আসমা-উল-হুসনা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না রিং জালের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “যারা আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাম্প্রতিক সময়ে বকশীগঞ্জের বিভিন্ন অঞ্চলে চায়না রিং জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। এই অবৈধ জালগুলো দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই জালগুলো ছোট মাছের পোনা ও ডিম ধ্বংস করে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। প্রশাসনের এই জোরালো ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং দেশের অমূল্য মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।