মাদারগঞ্জে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালন
এম আর সাইফুল, মাদারগঞ্জঃ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জামালপুরের মাদারগঞ্জে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে।
প্রত্যেক শহিদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, কাঠ বাদাম ও বকুল ফুলের চারা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলায় তিন শহিদের কবরের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ।
তিন শহিদের কবরের পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।
কড়ইচড়া ইউনিয়নের ধলিরবন্ধ এলাকার মো: স্বপন মিয়ার ছেলে মো: মোস্তফা। তিনি পেশায় গার্মেন্ট কর্মী ছিলেন। একই ইউনিয়নের মিলন বাজার এলকার ওসমান গনির ছেলে মিজানুর রহমান। তিনি পেশায় জুতো বিক্রেতা ছিলেন ও উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ শহীদ হোসেন। তিনি মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে মাস্টার্সে সমাজকর্ম বিভাগে অধ্যয়নরত ছিলেন।
তারা দেশের বিভিন্ন স্থানের আন্দোলনে শহিদ হন।
এই তিন শহিদের কবরের পাশে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী আব্দুল মালেক,লেমন মিয়া,সিয়াম আহাম্মেদ, আরিফুল ইসলাম,মুখলেছ সরকার, তাপসী আক্তার,সুবর্না আক্তার,মোস্তাকসহ শহিদ পরিবারের সদস্যরা সে সময় উপস্থিত ছিলেন। পরে শহিদের স্মরণে দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছেন সরকার। বৃক্ষরোপনের মাধ্যমে শহিদদের স্মরণ করা হবে। মাসব্যাপী কর্মসূচীর কার্যক্রম চলমান থাকবে। শহিদদের কবর পাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বরাদ্দ পেলেই পাকা করার কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, আমরা মনে করি বৈষম্যহীন দেশ হিসেবে আগামীতে বাংলাদেশ গড়ে উঠবে এবং মানুষের মাঝে এর প্রত্যয় ছড়িয়ে পড়বে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থার বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।