গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে জামালপুরে আলোচনা সভা
হৃদয় আহম্মেদ, জামালপুর: জুলাই নারী দিবস উপলক্ষে জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসিনা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রফিকুল ইসলাম।
এছাড়াও জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারী নেতৃবৃন্দ, আহত ও নিহত পরিবারের সদস্যরা, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন- নারীরা এখন সবকিছুতে এগিয়ে। শুধু আন্দোলন করলেই হবে না, তাদের শিক্ষার দিকেও বিশেষ মনোযোগী হতে হবে। ভালোভাবে শিক্ষা গ্রহণ করলেই নারীরা নিজের অধিকার নিশ্চিত করতে পারবে এবং সমাজে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারবে।
আলোচনা সভায় নারী আন্দোলনকর্মী নাফিসা দিয়া, রুমানা আক্তার তৃণা সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে নারীরা সাহসিকতার সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জামালপুরসহ সারা দেশে আন্দোলনের সময় নারীদের সর্বদা সম্মুখ সারিতে রাখা হতো, কারণ তাঁরা ছিলেন সাহসী এবং প্রতিরোধের প্রতীক।
বক্তারা আরো বলেন- ঢাকার আন্দোলনের সময় পুলিশের হাতে আটক এক শিক্ষার্থীকে বাঁচাতে এক নারী শিক্ষার্থী পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমার ভাইকে যদি নিতে হয়, তবে আমার লাশ পেরিয়ে যেতে হবে। এই মানবিক প্রতিবাদে পুলিশ বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। ৫ আগস্ট শিক্ষার্থীরা গণভবনে গেলে নারীদের সামনের সারিতে রাখা হয়, কারণ নারী সদস্য স্বল্পতায় পুলিশ কিংবা সেনাবাহিনী তাদের উপর সহিংসতা চালাতে সাহস পায়নি।
আলোচনা শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ কর হয়।