মেলান্দহ

প্রকৌশল খাতে কোটা বাতিলের দাবিতে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: প্রকৌশলী পদে নিয়োগে বৈষম্যমূলক কোটা বাতিল, পদোন্নতির পরিবর্তে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং প্রকৌশলী হিসেবে স্বীকৃতির জন্য বিএসসি ডিগ্রিকে বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শত শত সাধারণ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ ‘কোঠা না, মেধা- মেধা মেধা’— এই স্লোগানে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

শিক্ষার্থীরা হাতে “সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “কোটা না মেধা, মেধা মেধা”, “আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, ‘ডিপ্লোমাদের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন,” ইত্যাদি স্লোগান ও লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

মিছিলটি ক্যাম্পাসের একাডেমিক ভবন, প্রধান ফটক প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ বাজারের দিকে অগ্রসর হওয়ার সময় শিক্ষার্থীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিলটি গোবিন্দগঞ্জ বাজার থেকে ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুজিত রায়, ইইই বিভাগের প্রভাষক সিজার রহমান, প্রকৌশলী অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক মোঃ সাকিবুল হক লিপু ও জাবিপ্রবি শাখার মুখ্য সংগঠক ইইই বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মিনহাজসহ অন্যন্য শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, প্রকৌশল খাতে চলমান বৈষম্যের কারণে এই আন্দোলন। প্রকৌশল খাতে বর্তমানে চলছে চরম বৈষম্য। যার মধ্যে রয়েছে নিয়মবহির্ভূত অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদসংখ্যা সংকুচিত করা, ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিদের প্রবেশ সংকুচিত হচ্ছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লমাধারী উপ-সহকারী প্রকৌশলীদের পদোন্নতি দেওয়া হচ্ছে। এতে করে ৯ম গ্রেডের এন্ট্রি লেভেলের পদগুলো কমে যাচ্ছে।

তারা আরও বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সেখানে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারছেন না। শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই প্রকৌশলী পদবী ব্যবহার করতে পারেন, সেখানে এই পদবীরও অপব্যবহার করা হচ্ছে।

Related Articles

Back to top button