স্মৃতি আর সংগ্রামে জবিপ্রবিতে জুলাইয়ের উত্তাল দিন স্মরণ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জবিপ্রবি) দিনব্যাপী ‘জুলাই স্মৃতি ২০২৪’ শীর্ষক এক স্মরণানুষ্ঠান পালিত হয়েছে।
‘স্মৃতি, সংগ্রাম ও রাষ্ট্রচিন্তা—জুলাই ২০২৪ আমাদের প্রেরণা’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ জুলাই) র্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন।
দিনের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে দশটায় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে র্যালিটি প্রধান ফটক প্রদক্ষিণ করে একাডেমিক মাঠে এসে শেষ হয়। পরে একাডেমিক ভবনের মাঠে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা পর্বের সূচনা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “২০২৪ সালের জুলাই মাস ছিল আমাদের জাতীয় জীবনে এক গাঢ় দুঃসহ সময়। কিন্তু আমরা যেন শুধু শোকের মধ্যে না হারিয়ে যাই। এই স্মৃতি হোক আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”
তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী। এছাড়াও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো: জাহিদুল ইসলাম,ইইই বিভাগের চেয়ারম্যান প্রভাষক সিজার রহমানসহ বিভিন্ন বিভাগের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো: মিরাজুল ইসলাম জুলাই আন্দোলনে গণমাধ্যম, বিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতির ভূমিকা এবং তৎকালীন ছাত্রলীগ কর্মীদের দ্বারা শিক্ষার্থীদের উপর চালানো নির্যাতন ও বর্বরতার চিত্র তুলে ধরেন। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানের সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় তার উপর ছাত্রলীগ কর্তৃক চালানো নির্যাতনের কথাও তুলে ধরেন।
এছাড়া বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। তাদের মধ্যে ছিলেন রিয়াদ হাসান (ইইই), মুরছালিন ইসলাম (গণিত), লিটন আকন্দ (ব্যবস্থাপনা), আল-আহাদ (সিএসই), সৈকত ইসলাম (সমাজকর্ম) এবং আবু আল মোস্তাইন (ফিশারিজ)।
আলোচনা পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বিকেলে ‘জুলাই স্মৃতি: ২০২৪-এর শিক্ষা’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে সেই সময়ের সংগ্রাম ও ত্যাগের চিত্র ফুটিয়ে তোলেন। এসময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামানের স্বকণ্ঠে কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক আবেগঘন ও প্রেরণামূলক মঞ্চে পরিণত হয়।