জামালপুর

২৬ দিন যাবত নিখোঁজ মাদ্রাসা ছাত্র তাওহীদ

জামালপুর থেকে ২৬ দিন যাবত নিখোঁজ রয়েছে মাদ্রাসা ছাত্র তাওহীদ।

চলতি বছরের জুন মােসের ২৮ তারিখ থেকে নিখোঁজ হন ১৪ বছর বয়সী এই কিশোর।

নিখোঁজ মোঃ তাওহীদ জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকার মোঃ রুবেলের সন্তান এবং লাঙ্গলজোড়া নূরানী মাদ্রাসার ছাত্র।

এই ঘটনায় ২৯ জুন জামালপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছে নিখোঁজ মোঃ তাওহীদের বাবা মোঃ রুবেল।

সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়- ২৮ জুন শনিবার বিকেল ৫.৫০ টার সময় তার ছেলে তাওহীদ লাঙ্গলজোড়া নূরানী মাদ্রাসায় যাওয়ার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হয়। গভীর রাতেও মাদ্রাসাতে না যাওয়ায় মাদ্রসার হুজুর তাদেরকে ফোন দিয়ে বলেন যে, মোঃ তাওহীদ  মাদ্রাসায় যায়নি। এমন অবস্থায় মোঃ রুবেল মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। এরপর তিনি  আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বাড়ীতে ও সকল জায়গায় খোঁজাখুজির পরও মোঃ রুবেলের কোনো সন্ধান পাননি।

নিখোঁজের বর্ণনায় উল্লেখ করা হয়- মোঃ তাওহীদের গায়ের রং ফর্সা, লম্বায় ০৫ ফুট ৩ ইঞ্চি,  পড়নে ছিল সাদা রং এর পায়জামা ও খয়ারি রং এর পাঞ্জাবি এবং সাদা রং এর টুপি।

উদ্ধারের বিষয়ে  জামালপুর থানার ওসি (তদন্ত) আনিছুল আশেকিন জানান- নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের জন্য কাজ করছে। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে মো তাওহীদকে উদ্ধার করা হবে।

Related Articles

Back to top button