জামালপুর

নরুন্দি ও ঘোড়াধাপের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর আলম জামালপুর: জামালপুর সদর উপজেলার নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের বন্দরৌহা মতি মেম্বার মোড় থেকে দখলপুর (আটাপাড়া) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনগন।

সরকার আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধনে রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, আটাপাড়া জামে মসজিদের পেশ ইমাম আবু সাঈদ, সাজেদা বেগম, মো. শাহ আলী, মো. শামীম মিয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন- ‘দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর ধরে। এই এলাকার জনগণ অবহেলিত। দুটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এমনিতেই আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি কাঁচা, একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই। আমাদের ছেলেমেয়েরা রাস্তার বেহাল অবস্থা কারণে ঠিকমতো স্কুল-কলেজে যেতে চায় না। এলাকায় যদি কোনো লোকজন অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়ে।’

মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button