যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
এম আর সাইফুল,মাদারগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় এ কর্মসূচির আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা যুবদল।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন- ‘যুবদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। সংগঠনের ৪৭ বছরের পথচলায় নানা প্রতিকূলতা এলেও আমরা কখনও দমে যাইনি। গণতন্ত্রের জন্য এই সংগ্রাম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন-‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। আগামী জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।”
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীরা একযোগে বৃক্ষরোপণ করেন এবং ভবিষ্যতে আরও পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।




