আল মাসুম জেনারেল হাসপাতাল উদ্বোধন
হৃদয় আহম্মেদ,জামালপুর: গ্রামীণ মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে জামালপুরের শেখেরভিটায় উদ্বোধন করা হয়েছে আল মাসুম জেনারেল হাসপাতাল।
শনিবার মাগরিবের নামাজের পর এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে শেখেরভিটাবাসীর অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আল মাসুম, পরিচালক আকরামুল ইসলাম এবং শেখেরভিটা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আল মাসুম বলেন- ‘গ্রামীণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমরা এই পথচলা শুরু করেছি।’
পরিচালক আকরামুল ইসলাম বলেন- ‘শেখেরভিটা ও আশপাশের এলাকাবাসী যাতে দ্রুত, সাশ্রয়ী ও উন্নত চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যেই এ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা সেবার মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন আজিজুল হক আকন্দ, জব্বার হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াজেদসহ আরও অনেকে।
শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




