সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারী উদ্যোক্তা ফারজানা ফরিদ পূথি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা’র কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ফারজানা ফরিদ পূথি মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার বাসিন্দা। তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। হস্তশিল্পের পাশাপাশি তিনি বিউটি পার্লার পরিচালনা করছেন। এর আগে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শুভেচ্ছার মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করেন।
মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন-‘আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে আসছি। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জামালপুর-৩ আসনের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।’
তিনি আরও বলেন-‘আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’




