দেওয়ানগঞ্জ

বেয়াইয়ের ছুঁড়া ইটের আঘাতে বেয়াই নিহত

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মানসিক ভারসাম্যহীন কোরবান আলীর ছুঁড়া ইটের আঘাতে বাক্কা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচরে এ ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বাক্কা মিয়া। কোরবান আলী ও বাক্কা মিয়া সম্পর্কে বিয়াই।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার শেখপাড়া গ্রামের বাক্কা মিয়ার দুই মেয়ে খুঠারচর গ্রামের কোরবান আলীর দুই ছেলেকে দিয়ে বিয়ে হয়। বাক্কামিয়া বাস্তভিটাহীন হওয়ায় বিয়াইয়ের বাড়িতে তিনি থাকতেন।

কোরবান আলী অল্প মাত্রার মানসিক ভারসাম্যহীন। গত মঙ্গলবার বাক্কামিয়া বেয়াই বাড়ির উঠানে বসেছিলেন। এ সময় পেছন দিক থেকে এসে কোরবান আলী ইট ছুঁড়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন বাক্কা মিয়া। পরে স্থানীয়রা গুরতর আহত অবস্থায় বাক্কা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন । বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাক্কা মিয়া মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনসুর আহমেদ বলেন- ঘটনাটা জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এই মৃত্যু নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button