সারাদেশ

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাকিব আওয়াল পাপলু, শেরপুর: শেরপুর-৩ আসনের ঝিনাইগাতীতে ২৮ জানুয়ারি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে শেরপুর জেলা শহরে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার বিকালে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ হয়।

জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল,জেলা এনসিপির আহ্বায়ক লিখন মিয়া।

সমাবেশে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, “আমাদের ভাই শহীদ রেজাউলের হত্যার প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনতে হবে। এই বদলা নেওয়ার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়, তাহলে আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকব। রেজাউলের মতো আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি।”

সমাবেশে অন্য বক্তারা বলেন- রেজাউল হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।

তারা বলেন- আগামী দিনে কোনো কর্মসূচিতে প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে শেরপুরে ভূমিকম্প হবে। সমাবেশে জেলা জামায়াতের আমির শনিবার বিকালে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন।”

এ বিক্ষোভ সমাবেশে শেরপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button