আন্তর্জাতিক

নিউ ইয়র্ক নগরীর ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী হলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর নভেম্বরের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হচ্ছেন জোহরান মামদানি।

ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে দলটির মেয়র প্রার্থী হতে ইচ্ছুক মামদানি অত্যাশ্চর্য জয় পেয়েছেন বলে মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ড নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এতে প্রায় অপরিচিত এক তরুণের রাজনৈতিক উত্থানের পথ পরিষ্কার হল।

মঙ্গলবার নিউ ইয়র্কের র‌্যাঙ্ক-চয়েস ভোটিংয়ের ফলাফল প্রকাশের পর দেখা যায়, তৃতীয় পর্বে জয়ের জন্য ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার শর্ত মামদানি ৫৬ শতাংশ ভোট পেয়ে পূরণ করেছেন।

মামদানি (৩৩) নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আইনসভার একজন সদস্য হলেও স্বল্প পরিচিত হিসেবেই মেয়র প্রার্থী হওয়ার প্রচারণা শুরু করেছিলেন।

তিনি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নিউ ইয়র্ক নগরীর বর্তমান মেয়র এরিক অ্যাডামস, রিপাবলিকান দলীয় প্রার্থী কার্টিস স্লিউয়া ও স্বতন্ত্র প্রার্থী জিম ওয়ালডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অ্যাডামস ২০২১ সালে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বিভিন্ন বিতর্কে জড়িয়ে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার পর এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

মামদানি উগান্ডায় জন্ম গ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত শিয়া মুসলিম পরিবারের সন্তান। নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি নিউ ইয়র্ক নগরীর প্রথম মুসলিম মেয়র হবেন। ফিলিস্তিনপন্থি আন্দোলনেরও ইতিহাস আছে তার।

তিনি একজন স্বঘোষিত ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’, যাকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘১০০ শতাংশ কমিউনিস্ট পাগল’ বলে অভিহিত করেছেন।

রয়টার্স জানিয়েছে, নিউ ইয়র্ক নগরীর মেয়র প্রার্থী হিসেবে মামদানির এ জয় ডেমোক্র্যাটদের মধ্যেও অস্বস্তি তৈরি করেছে। ডেমোক্র্যাটদের ধারণা, মামদানির দৃষ্টিভঙ্গী তাদের রিপাবলিকানদের আক্রমণের একটি ‘সুবিধাজনক লক্ষ্যস্থলে’ পরিণত করতে পারে।

ইলেকশন বোর্ড মামদানির জয় নিশ্চিত করার পর ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, নিউ ইয়র্ক নগরীর নির্বাচনে মামদানি জয়ী হয়ে যদি অভিবাসীদের গ্রেপ্তার বন্ধ করার চেষ্টা করেন তাহলে তিনি কী করবেন।

উত্তরে ট্রাম্প বলেন, “ঠিক আছে, তেমনটি হলে আমাদের তাকে গ্রেপ্তার করতে হবে। দেখেন, এই দেশে আমাদের একজন কমিউনিস্টের দরকার নেই। কিন্তু যদি আমরা তেমন কাউকে পাই তাহলে জাতির পক্ষ থেকে তার দিকে আমি অত্যন্ত সতর্কভাবে নজর রাখবো।”

মামদানি এর আগে বলেছিলেন যে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ‘মানুষকে আতঙ্কিত করছে’ আর যেই এজেন্টরা এই অভিযান পরিচালনা করছেন তাদের এই আইন মেনে চলার কোনো আগ্রহ নেই।

মামদানি নিউ ইয়র্কের কুইন্স বরোর আসন থেকে নির্বাচিত হয়ে অঙ্গরাজ্যটির আইনসভার সদস্য হন। মেয়র প্রার্থী হিসেবে তিনি মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স ও ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সমর্থন পেয়েছেন, যারা দু’জনেই যুক্তরাষ্ট্রে বিশিষ্ট প্রগতিশীল হিসেবে পরিচিত।

মামদানির বাবা মাহমুদ মামদানি একজন প্রখ্যাত উগান্ডান-মার্কিন শিক্ষাবিদ, লেখক, রাজনীতি বিশ্লেষক ও সমাজবিজ্ঞানী। আর তার মা প্রখ্যাত ভারতীয়-মার্কিন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

সূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম.

Related Articles

Back to top button