মাদক মুক্ত সমাজ গড়তে উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা
স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: ”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ্য দেহ সুন্দর মন, দিতে পারে ক্রীড়াঙ্গন” এই প্রতিবাক্য সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়তে জামালপুরের সরিষাবাড়ীতে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় খোলা মাঠে নব দূরন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল উদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মোরসেদ আলম এবং উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খাঁন উজ্জল।
এসময় ডোয়াইল ইউনিয়নের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক নিরব আহম্মেদ নাঈম এর সঞ্চালনায় ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ইয়ং স্টার ফুটবল একাদশ বনাম গোল হান্টার ফুটবল একাদশ।
আয়োজিত খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডোয়াইল ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক লিযাকত আলী, উপজেলা যুবদলের যগ্ন আহবায়ক লালন মিয়া, ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, যুবনেতা আনন্দ সরকার, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি এম আর আরিফ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা, সবুজ পারবেজ, শ্রমিক নেতা রমজান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক লিটন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুজা, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আশিক মিয়া, সহ সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক সরকার শাকিল, কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শরীফ হাসান, নব দূরন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ফাহিম সরকার সহ ক্লাবের সকল সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।
খেলায় অতিথিবৃন্দরা বলেন, ‘মাদক মুক্ত সমাজ গড়তে ও ছাত্র সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই খেলাধুলার আয়োজন করা হয়েছে। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর নেতৃত্বে আগামী দিনগুলোতে সরিষাবাড়ীতে সুস্থ্য সুন্দর মাদক মুক্ত পরিবেশ সৃষ্টি হবে। তার নেতৃত্বে খেলাধুলার এসব কার্যক্রম ইউনিয়নের বিভিন্ন গ্রামে অব্যাহত থাকবে বলেও অতিথিবৃন্দরা জানান।
খেলায় স্টার ফুটবল একাদশ-৪ গোল ও হান্টার ফুটবল একাদশ ৫ গোল করে ট্রাইব্রেকারে বিজয়ী হন। গ্রামবাংলার শত শত ফুটবল প্রেমীরা এই খেলা উপভোগ করেন এবং প্রতিবছর এমন খেলা আয়োজনের দাবি জানান দর্শকরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
খেলা শুরুর আগে সম্প্রতি ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ এবং আহত ও নিহতের জন্য দোয়া করে ডোয়াইল ইউনিয়ন বিএনপি ও খেলোয়ার বৃন্দরা।