জামালপুর

জামালপুরে ৮০ লিটার চোলাই মদ জব্দ, নারীসহ আটক তিন ব্যবসায়ী

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে৷

গতকাল রাতে উপজেলার দিগপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ওই গ্রামের বালাই, তার স্ত্রী মাধবী ও শাকিল৷ তারা সবাই এই মাদক বিক্রির সাথে জড়িত।

জামালপুর থানার উপ পরিদর্শক মো: মোহেব্বুল্লাহ জানান- গতকাল রাতে গোপনে সংবাদের ভিত্তিতে দিগপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রামে অভিযান পরিচালনা করে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া এক নারীসহ তিনজনকে আটক করা হয়। তারা সবাই এই মাদক বিক্রির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে আদালতের পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button