জামালপুর
জামালপুরে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স চলাচল
স্টাফ রিপোর্টার: জামালপুরে বন্ধ রয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল।মঙ্গলবার সকাল থেকে জামালপুর জেনারেল হাসপাতাল গেইটের সামনে অবস্থিত সকল বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ঘোষনা করা হয়।
অ্যাম্বুলেন্স চালকেরা জানান- সিন্ডিকেটের বাধা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও একজন চালকের উপর হামলার প্রতিবাদে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রেখেছে তারা। এসব সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা তাদের।
জামালপুর জেনারেল হাসপাতাল গেইট এলাকায় অ্যাম্বুলেন্স রয়েছে ২৫টি।
তবে সরকারি ও বেসরকারি হাসপাতাল কেন্দ্রিক অ্যাম্বুলেন্স চালু থাকায় তেমন কোনো দূর্ভোগ পোহাতে হচ্ছে না রোগীদের।




