দেওয়ানগঞ্জ

গণ অধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের গনঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের এমপি প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা গণ অধিকার পরিষদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মামুন মিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব দুলাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য ও নেতা কর্মীদের সাথে প্রতারনার অভিযোগে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ও ডাংধরা ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিককে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। একই সাথে দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন ডাংধরা ইউনিয়ন গণ অধিকার পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব দুলাল হোসেন বলেন- কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরুের নির্দেশ অমান্য করায় এবং তৃনমুল গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে প্রতারনা করেছেন এমপি প্রার্থী রফিকুল ইসলাম । যে কারণে দলের সিদ্ধান্তে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার নির্বাচনী কর্মকান্ডে গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মী অংশ নেবেন না।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম বলেন- একতরফা ভাবে উপজেলা গণ অধিকার পরিষদ আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত আমি মানিনা। নির্বাচনী আচরণ বিধি মেনে আমি নির্বাচন করে যাবো। আশাকরি এ আসনে আমি জয়লাভ করবো।

Related Articles

Back to top button