বকশীগঞ্জ

বকশীগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

মতিন রহমান,বকশীগঞ্জ: ‘দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই’-নিয়ে প্রতিপাদ্য নিয়ে জামালপুরের বকশীগঞ্জে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা/২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃৃষিবিদ আমিনুল ইসলাম।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিষা আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমনসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষী সহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেন।

কৃষি কর্মকর্তা কৃৃষিবিদ আমিনুল ইসলাম জানান, ১৯জুন থেকে ২১জুন পর্যন্ত মেলায় বিভিন্ন দেশীয় ফল এবং ফল গাছের চারা প্রদর্শনীর তিনটি স্টল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।

Related Articles

Back to top button