জামালপুর

জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

“স্বপ্নের ডানায় ভয় করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি শিশুরা যাবে, কাজে নয়” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শ্রমজীবী শিশু, অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন, জামালপুর হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দোকান মালিক সমিতির সভাপতি
দিদারুল আলম, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জারনিস, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মকবুল হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক মোরশেদ ইকবাল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, “শিশুশ্রম প্রতিরোধে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজকে সচেতন করাও জরুরি। সন্তানদের ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, কাজে নয়। ”

Related Articles

Back to top button