জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য-সচিব লুৎফর রহমান।
কমিটির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে ৬ জনকে।
তারা হলেন- মশিউর আমিন শুভ, হিফজুর রহমান বকুল, আশরাফুল ইসলাম বুলবুল, খলিলুর রহমান লিটন, মোহাম্মদ শাহিদুর রহমান সম্রাট এবং মো. ফজলুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন – মুফতি আব্দুর রউফ, আব্দুল আজিজ, আব্দুল মালেক, মীর জাকির হোসেন মালেক, সুমন শেখ, অধ্যাপক মোছাদ্দেকুর রহমান মানিক, মীর ইসহাক হাসান ইখলাস, আরাফাত হোসেন শাকিল, ডা. মো. মোশাররফ হোসেন, আফরিন জান্নাত আঁখি, মোঃ রবিউল ইসলাম আদিল, দিদার খান, শিরিনা আক্তার, ফুলু সরকার, মোঃ ফরহাদ আলী, মো. সৌরভ হাসান, নুর নবী ইসলাম, এস এম বাবুল রানা, মঞ্জুরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আরিফ মিয়া ও সাকিল আহমেদ।
এই কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি চূড়ান্তভাবে গঠন হওয়ার আগ পর্যন্ত জামালপুর জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করবে।
জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য-সচিব লুৎফর রহমান সমন্বয় কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করে জানান, “এটি অন্তর্বর্তীকালীন কমিটি হলেও এর মাধ্যমে জামালপুরে এনসিপির তৃণমূল কার্যক্রমে নতুন গতি আসবে। সাংগঠনিক ভিত্তি হবে আরও দৃঢ়। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন পর্যন্ত এই কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।”