বকশীগঞ্জ

বকশীগঞ্জ যুব কল্যাণ সমিতি ঢাকার সভাপতি মাসুম ও সাধারণ সম্পাদক সোহেল

মতিন রহমান,বকশীগঞ্জ: বকশীগঞ্জ যুব কল্যান সমিতি ঢাকার ২০২৫-২০২৬ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাইফুল ইসলাম মাসুম সভাপতি ও সাধারন সম্পাদক সো‌হেল রানা নির্বাচিত হয়ে‌ছেন।

শনিবার (২১ জুন) বিকালে জামালপুর সমিতি ঢাকার নিজস্ব কার্যালয়ে বকশীগঞ্জ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সর্ব সম্মতি ক্রমে বকশীগঞ্জ যুব কল্যাণ সমিতি ঢাকার কমিটিতে সাইফুল ইসলাম মাসুম সভাপতি ও সাধারন সম্পাদক সো‌হেল রানাকে নির্বাচিত করে কমিটি ঘোষনা করেন বকশীগঞ্জ সমিতির ঢাকার সভাপতি অধ্যাপক ডক্টর রেজাউল করিম এবং মহাসচিব আগা শহীদ মিন্টু।

এসময় অন্যান্যদের মধ্যে সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, কাজী আব্দুল মান্নান, আনোয়ার হোসেন ফুয়াদ, এ কে এম ফেরদৌস, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন ফুয়াদ, বেনজির আহমেদ, মোঃ আব্দুল্লাহ, হামিদুর রহমান তারেক, এডভোকেট সোহেল আকন্দ, মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন ।

বকশীগঞ্জ যুব কল্যান সমিতি ঢাকার নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মাসুম সিটি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) কর্মরত আছেন। সাধারন সম্পাদক সো‌হেল রানা সাবেক হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন ও বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের উপ-পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন।

বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে সংগঠিত করতে বকশীগঞ্জ যুব কল্যান সমিতি ঢাকা কাজ করবে বলে জানা যায়।

Related Articles

Back to top button