বকশীগঞ্জরাজনীতি

বকশীগঞ্জে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ মিছিল


মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে।

সমাবেশে বক্তব্য রাখেন—জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, বকশীগঞ্জ গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম ও ছাত্র জনতার প্রতিনিধি কাজল খন্দকারসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসরদের এনসিপির কমিটিতে পুনর্বাসনের মাধ্যমে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র চলছে। এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী ও এমদাদুল হক মিলনকে যুগ্ম সমন্বয়কারী, তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের দোসর দাবি করে আসছে জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিরা। ছাত্র প্রতিনিধিদের দাবি, কৌশলে এনসিপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়।

এ ব্যাপারে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে কমিটিতে স্থান দিইনি।

Related Articles

Back to top button