আরএমও ডা. রনির উপর হামলাকারী হিটলুর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
হৃদয় আহমেদ, জামালপুর: জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম রনির উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে জামালপুর ফৌজদারী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য, গত ২৩ জুন হাসপাতালে লোক নিয়োগ নিয়ে বিরোধের জেরে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডা. ইকরামুল হক হিটলু, ডা. রনির উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। তিনি বলেন, “ডা. হিটলু ছিল আওয়ামী লীগের দোষর। বিগত দিনে সে স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে বহু দুর্নীতি ও অনিয়ম করেছে, এখনও তা-ই করছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তাকে অতিদ্রুত গ্রেফতার না করা হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা রাজপথ ছাড়বো না।”
মানববন্ধনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের স্বজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা হিটলুর দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।