সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে ভাঙ্গনের কবল থেকে কালী মন্দির ও মহাশশ্মান রক্ষার দাবি এলাকাবাসীর

 


স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ভাঙ্গনের কবল থেকে চাপারকোনা কালী মন্দির ও মহাশশ্মান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা, দোলভিটী ও হাটবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দের আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।

গোপাল বিগ্রহ মন্দিরের সভাপতি শ্রী প্রবীর কুমার পাল তারক বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- চাপারকোনা মহা শশ্বান মন্দিরের সাধারণ সম্পাদক বিনয় মোহন্ত, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুল আলম মোর্শেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়াসহ আরো অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘চাপারকোনা, ডুলভিডি ও হাটবাড়ী এ তিন গ্রামের হিন্দু সম্প্রদায়ের শেষকৃত্য অনুষ্ঠানের একমাত্র জায়গা। তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় এই স্থানে। ঝিনাইনদের ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে বিলিনের পথে এ মন্দির। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নিতে না পারলে নদী গর্ভে বিলিন হয়ে যাবে চাপারকোনা কালী মন্দিরটি।

এ সময় হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের নারী-পুরুষ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button