বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
মতিন রহমান,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে গোসল করতে নেমে মোঃ আব্দুল্লাহ (৮) এক শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারের ব্রিজের নীচে নদীতে গোসল করতে গেলে ওই স্কুলছাত্র তলিয়ে গেছে বলে জানা যায়।
আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড়া এলাকার জামরুল মিয়ার ছেলে। সে বকশীগঞ্জ আল নূর মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
নিখোঁজ আব্দুল্লাহর বড় বোন জান্নাত জানান, আব্দুল্লাহ খালার বাসায় ঘুরতে গিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে তার এক বন্ধুর সঙ্গে দশানী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় আমার ভাই। তবে তার সঙ্গে বন্ধুটি নিরাপদ আছে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, বিকাল ৫টা ৪০ মিনিটে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সেই সাথে জামালপুর থেকে ডুবুরি দলকেও আনা হয়েছে। রাত হয়ে যাওয়ায় ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করতে পারেনি। ভোর থেকে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করবেন।