রাজনীতি

কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: বিএনপি নেতা দুদু

কেউ কেউ শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জে প্রেসক্লাবের একটি কনভেনশন সেন্টারে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্রের উত্তরণ মানে দেশে নির্বাচনের বিকল্প নেই। অথচ কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। তাদের এমন কথায় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।’

বিএপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘কোনো কোনো দল, মহল বা কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। কারণ তারা নির্বাচন চায় না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ আয়োজক সংগঠনের নেতারা।

Related Articles

Back to top button