মেলান্দহ
মেলান্দহে আগুনে পুড়ে ছাই ১টি বসতবাড়ি
জামালপুর মেলান্দহ উপজেলার দুরমুঠ হাতিজা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রমজান আলীর দুইটি গরু সহ একটি বসতবাড়ি । আগুনে পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
বৃহস্পতিবার (৩জুলাই) দুপুরে একটার দিকে এই অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ঘরে থাকা কোন আবাসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
ইসলামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।