জামালপুরজাতীয়

শুক্রবার জামালপুর আসছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

বিল্লাল হোসাইন, জামালপুর : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আগামীকাল শুক্রবার (০৪ জুলাই) ২ দিনের সরকারি সফরে জামালপুর আসবেন। এদিন তিনি সকাল সাড়ে সাত’টায় বিমানবন্দর রেল স্টেশন ঢাকা হতে তিস্তা এক্সপ্রেস ট্রেন যোগে সকাল ১১টা ৪০ মিনিটে জামালপুর এসে পৌঁছবেন।

উপদেষ্টার সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মাহিদ-আল-হাসান স্বাক্ষরিত পত্রে জানানো হয়- উপদেষ্টা শুক্রবার সকাল ১২ টায় জামালপুর সার্কিট হাউজ থেকে মাদারগঞ্জ উপজেলায় বাপেক্স কর্তৃক বাস্তবায়নাধীন জামালপুর-১ নং কূপখনন কার্যক্রম পরিদর্শন করবেন। বিকাল ৫ টায় মাদারগঞ্জ উপজেলা হতে সার্কিট হাউজে রত্রিযাপনে উদ্দেশ্যে যাত্রা করবেন।

পরদিন শনিবার (৫ জুলাই) সকাল দশটায় সরকারি কর্মকর্তা ও অংশীজনের সাথে জেলা প্রশসাক এর কার্যালয়ের কনফারেন্স রুমে মত বিনিময় সভা করবেন। বিকাল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জামালপুর ত্যাগ করবেন।

 

Related Articles

Back to top button