স্বপন মাহমুদ,সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপি পৌর এলাকার আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় পৌর বিএনপির সভাপতি হিসেবে সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীনকে সভাপতি করা হয়।
পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল বারেক এর সভাপতিত্বে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সহ-প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ।
এসময় সভাপতি পদে একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও গোলাম রব্বানী লিকু এবং
সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু ও আশরাফুল আলমের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতি পদে একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন ৩৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়৷ অপর প্রার্থী গোলাম রব্বানী লিকু পেয়েছেন ২৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। অপর প্রার্থী আশরাফুল আলম পেয়েছেন ২৬৫ ভোট।