সারাদেশ

কোন ফ্যাসিবাদের সাথে আপোষ করা যাবে না- বিএনপি নেত্রী ডাঃ প্রিয়াঙ্কা

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর সদর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমরা আমাদের বাংলাদেশের ভবিষ্যত নিয়ে কাজ করি। আমরা জনাব তারেক রহমানকে এই আসনগুলো উপহার দেবো। আমাদের প্রতিযোগিতা এমন হওয়া উচিত না যে প্রতিযোগিতা ফ্যাসিবাদকে আনতে সাহায্য করবো। অব্যশই এই শেরপুরে আর কোন ফ্যাসিবাদের সাথে আপোষ করা যাবে না।’

শেরপুর ১ আসনের ধানের শীষের প্রতাশী প্রিয়াঙ্কা বলেন, একটি দলের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা থাকবেই, তাই বলে গ্রুপিং এর মাধ্যমে বা গ্রুপিং করে আমাদের ধানের শীষের প্রতীককে অসম্মানিত করবো না এবং সেই লক্ষ্যেই আমাদের একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রিয়াঙ্কা বলেন, আমি ২০১৮ সালে শেরপুর সদর-১ আসন থেকে ধানের শীষের প্রতিক নিয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ইলেকশন করেছি এবং আমাদের এ আহ্বায়ক কমিটিতেও আমি সর্বকনিষ্ঠ একজন মেম্বার। আমি সর্বকনিষ্ঠ মেম্বার হলেও আমি আমার সিনিয়র সকল নেতাদের সাথে কাজ করতে চাই। যারা কমিটিতে স্থান পান নি তাদের সাথেও আমি কাজ করতে চাই। চলুন আমরা জেলা বিএনপির সকলে হাতে হাত মিলিয়ে, কাধে কাধ মিলিয়ে এক সাথে কাজ করি। আমি একাত্তুর দেখিনি কিন্তু চব্বিশ দেখেছি। আমাকে বিগত ২০১৮ সালের প্রহসনের নির্বাচনে পরাজিত করা হয়েছিলো। আমি আপনাদের সবার সহযোগিতা ও সমর্থন চাই। আমরা ধানের শীষের প্রতিক নিয়ে কাজ করি। আমরা চাই শেরপুরের তিনটা আসন থেকেই ধানের শীষের প্রতিক ওঠে আসুক। এবং আমরা সংসদে গিয়ে এক হয়ে যেন শেরপুরের উন্নয়নের কথা বলতে পারি। পিছিয়ে পড়া শেরপুরের উন্নয়ন করতে পারি।

৫ জুলাই শনিবার রাত ১০ টায় শহরের মাধবপুরস্থ তার বাসায় স্থানীয় সাংবাদিকদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমরা আগামী দিনে দলের ভেতর বৃহৎ ঐক্য গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে তিনটি আসনেই ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবো, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই উপস্থিত সম্মানিত সকল মিডিয়া ভাইদের বলছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের কোন ভুল ত্রুটি হলে সে বিষয়েও জানাবেন।

সদর উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক এবং সাবেক জেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী বলেন, বিগত দিনে শেরপুর জেলায় দৃশ্যত কোন উন্নয়ন হয়নি যা হয়েছে স্থানীয় নেতা-কর্মী, চেয়ারম্যান, এমপি এবং মন্ত্রীদের হয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এবং ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে আমরা শেরপুরে রেল লাইন, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, কৃষি শিল্প প্রতিষ্ঠান ও পর্যটন খাতকে উন্নয়নের জন্য কাজ করে যাবো। এ বিষয়ে ইতিমধ্যে আমার সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা হয়েছে, তিনিও আশ্বাস দিয়েছেন শেরপুরের তিনটি আসন তাকে উপহার দিতে পারলে সে এ বিষয়টি দেখবেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা সহ শেরপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

Related Articles

Back to top button