সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে থেকে দিনব্যাপী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া বটতলা মোড় হতে, মুক্তিযুদ্ধা আলিম উদ্দিনের বাড়ী হয়ে ডোয়াইল বাজারের নাজিমের বাড়ি পর্যন্ত প্রায় ২কি.মি. কাদাযুক্ত ভাঙ্গাচোরা সড়কে মাটি ফেলে সংস্কার করা হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর নির্দেশে ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুল আলম মোর্শেদ এর নিজস্ব অর্থায়নে এই সড়কটি সংস্কার করেন।

স্থানীয়রা জানান- দীর্ঘ ১৬ বছর ধরে এই সড়কের বিষয়ে একাধিকবার দাবী জানালেও কোন চেয়ারম্যান বা মেম্বার মেরামত, সংস্কার করেনি। একটু বৃষ্টি হলেই পানিতে বিভিন্ন স্থানে কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। স্কুল-কলেজে ও হাট-বাজারের যাওয়ার মতো অবস্থা থাকে না। ডোয়াইল বাজার থেকে শুরু করে কৃষ্টপুর, ভবানীপুর, গোবিন্দপুর, হরখালি সহ প্রায় ৭/৮ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে কোন সংস্কার করা হয়নি বিগত সময়গুলোতে। এর ফলে দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন গ্রামের শতশত মানুষের। পরে দুর্ভোগ লাগবে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের নিজ অর্থায়নে মাটি এনে সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করেন।

এসময় ডোয়াইল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, মৎস বিষয়ক সম্পাদক জহুর উদ্দিন জহু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন (মুসা), সাবেক মেম্বার সামছুল হক, ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন ও মাটি কাটার সার্বিক দায়িত্বে থাকা ইউনিয়ন ছাত্রদলের সভাপিত লিটন মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সড়কটির বিষয়ে গ্রামের আব্দুল সামাদ, নুরুল ইসলাম, আমির হোসেন, নুপুর আক্তার, রুবি বেগমসহ স্থানীয়রা বলেন, ‘বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হয়। চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। ১৫ বছরের মধ্যে আমরা দেখিনি এই সড়কে মাটি কাটতে। এখন মাটি কাটার ফলে এখন অনেকটা চলাচলে উপযোগী হয়েছে। তবে শুধু মাটি কেটে সংস্কার নয়, সরকারের কাছে আমরা এই রাস্তাটি পাকা করনের দাবি জানাই।

এ বিষয়ে ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুল আলম মোর্শেদ বলেন, এই ইউনিয়নে পাকা রাস্তার চেয়ে কাচাঁ রাস্তাই বেশি। নয়াপাড়ার রাস্তাটি করুন অবস্থায় ছিলো। মানুষের দুর্ভোগ লাঘবে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ভাইকে জানালে তার নির্দেশে আমার নিজস্ব অর্থায়নে অবহেলিত এই গ্রামের মানুষদের সাথে নিয়ে পুরো রাস্তাটি সংস্কার কাজ করা হচ্ছে।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, ডোয়াইলের অনেক সড়কে প্রকল্প দেওয়া হয়েছে। ঐ সড়কের বিষয়ে জানতে পারলাম। এলাকাবাসী আবেদন করলে আগামী প্রকল্পে ঐ রাস্তার সংস্কার কাজ করা হবে বলেও তিনি জানান।

 

Related Articles

Back to top button