জামালপুরের ৮ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান
জুলাই গণঅভ্যুত্থানে জামালপুরের শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন।
আজ বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাছিনা বেগম শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয় পত্রগুলো তুলে দেন।
এ সময় সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, মানবধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমানসহ শহীদদের স্বজনরা উপস্থিত ছিলেন।
জামালপুর সদর উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের শহীদ সুমনের বাবা বিল্লাল এবং ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের শহীদ লিটনের বাবা সবুর মন্ডল বলেন,সরকারের এই অনুদান পেয়ে অনেক খুশি শহীদ পরিবারের সদস্যরা। যাদের হারিয়েছি কষ্টের মধ্যে আছি। তারপরেও আন্দোলন করে ফ্যাসিবাদ সরকারকে সরাতে পেরেছে এতেই আমরা গর্বিত। তবে সরকারের কাছে দাবি প্রত্যেক পরিবারের সাথে যেন আর্থিক সহায়তা করে।
জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন,জামালপুর জেলা প্রশাসন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক শহীদ পরিবারের অনুকূলে ৮ টি প্রতিটি ১০ লক্ষ টাকা চেক পেয়েছি। আজকে পরিবারের সদস্যদের চেক গ্রহণের জন্য আহবান জানিয়েছি। তারা সন্তুষ্টু হয়ে চেক গ্রহণ করেছেন।