জামালপুর

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

হৃদয় আহাম্মেদ, জামালপুর: চাকরিতে ১৪ তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১ তম গ্রেডে উন্নতিকরণসহ ৬ দফা দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে

৭ উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারীরা এতে অংশ নেয়।

অবস্থান কর্মসূচী চলাকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক তাহেরুল আলম মনি, দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আহসান হাবিব জুয়েল বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইতিপূর্বেও আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা কর্মসূচীতে ছিলাম। আশ্বস্ত করার পর ঘরে ফিরে গেছি। কাজে যোগদান করেছি। কিন্তু ফলাফল জিরো। আমরা বৈষম্যের শিকার। অবহেলিত হয়ে রয়েছি। আমাদের কোন দাবি বাস্তবায়ন হয়নি। আমরা টেকনিক্যাল কাজ করি। কিন্তু আমাদের  টেকনিক্যাল কোন মর্যাদা দেয়া হয় না। আমরাই একমাত্র স্বাস্থ্য সহকারি জাতি-যে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের দ্বার গোড়ায় পৌঁছে ইপিআই কার্যক্রম করি। ১১ তম গ্রেড দিতে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর  আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা৷

Related Articles

Back to top button