বকশীগঞ্জ

বকশীগঞ্জে নকল সিগারেট জব্দ

১০ হাজার টাকা জরিমানা

ম‌তিন রহমান, বকশীগঞ্জ:  জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় নকল সিগারেট বিক্রির দায়ে পাপ্পু খেলা ঘর নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের বড় মস‌জিদ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাপ্পু খেলা ঘরে নকল সিগারেট বিক্রি হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল ও ভেজাল পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় পাপ্পু খেলা ঘরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতকরণে এবং নকল ও ভেজাল পণ্যের বিস্তার রোধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এই অভিযানের ফলে বকশীগঞ্জ উপজেলায় নকল ও ভেজাল পণ্য বিক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Related Articles

Back to top button