রৌমারীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ
মাসুদ পারভেজ রুবেল ,(রৌমারী)কুড়িগ্রাম প্রতিনিধি. কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৯জুলাই)বিকেলে উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার এর তত্ত্বাবধানে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি করে ২ শত ৩৮ জন ও ১০ কেজি করে ১শত জনের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন এবং চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এইচ এম সাইদুর রহমান দুলাল।
চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, নদীভাঙনে যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করি। সরকারের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে। আপনারা ধৈর্য রাখুন, আমরা আপনাদের পাশে আছি।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে স্বচ্ছতার ভিত্তিতে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা জানান, এই দুঃসময়ে সরকারের এ ধরনের সহায়তা তাদের অনেকটাই স্বস্তি দিয়েছে।