বকশীগঞ্জ

বকশীগঞ্জ সীমান্তে আটক ৭জনের পরিবারের অপেক্ষায় পুলিশ

ভোরে কামালপুর সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আটক হয় তারা

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে “পুশ ইন” করা ৭ জন এখনো রয়েছেন থানা পুলিশের হেফাজতে। তাদের পরিবারের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে ধানুয়া কামালপুর সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয় এবং পরবর্তীতে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

বকশীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মনজুরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, আটককৃতরা থানা হেফাজতে আছেন। তিনি আরও জানান, তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের লোকজন এলে পরিচয় যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পুশইন হওয়া ব্যক্তিরা জানান- ২০২১ সালে করোনাকালে ভারতে যান তারা। তারা সবাই দিল্লিতে থাকতেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীগুলো জানিয়েছেন- তারা রূপচর্চা কেন্দ্রে কাজ করতো  এবং আট হওয়া একজন বয়স্ক মহিলা নিজেই চায়ের দোকান দিয়েছিলেন।

তবে কিভাবে তারা ভারতে প্রবেশ করলেন এসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাটমারা গ্রামের মোহাম্মদ বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মোহাম্মদ ইসলাম (২২); ফরিদপুর জেলার মোকসেদপুর উপজেলার বগাইল গ্রামের তাসলিমা (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫); খুলনা জেলার খালিশপুর উপজেলার নূর নগর বিশ্বাসপাড়ার সুমি আক্তার (৩০) ও তার বোন রুমি আক্তার সোহাগী (২০); এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের মায়া বেগম (৩২)।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া জানান, ভোরে স্থানীয়রা ১০৮৩ নম্বর পিলারের কাছে ৪ জন মহিলা ও ৩ জন পুরুষকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এবং পরে তাদের বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে।

Related Articles

Back to top button