জামালপুর

জামালপুরের পাথালিয়া এলাকায় প্রাক্তন খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান


শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুরের পাথালিয়া এলাকায় প্রাক্তন খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১০ জুলাই) দুপুরে পৌর শহরের পাথালিয়া এলাকার বটতলায় এই সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভার আয়োজন করে আমাদের পাথালিয়া ফেসবুক পেইজের সদস্যরা ।

মতবিনিময় সভায় আবু তালেব চাঁদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হোসেন, আশরাফুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম কাজল, সোহানুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা খেলাধুলার প্রতি তরুণ সমাজকে আহ্বান ও প্রাক্তন খেলোয়ারদের সম্মাননা স্মারক প্রদান সহ পাথালিয়া এলাকায় একটি খেলার মাঠ, একটি ঈদগাহ মাঠ ও একটি কবরস্থান তৈরি করার জন্য জামালপুর জেলা প্রশাসনের প্রতি দাবি জানান।

পরে ওই এলাকার ২৭ জন বিভিন্ন খেলায়ার পারদর্শী প্রাক্তন খেলোয়ারদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Related Articles

Back to top button