বকশীগঞ্জ

বকশীগঞ্জে ’আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ছাত্রদল।

এরই অংশ হিসেবে শুক্রবার (১১ জুলাই) বিকেলে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম।

মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাহজাহান শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন এবং মেরুরচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুজন নূর। এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরকারি কেইউ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈন সরদার এবং মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম বাবু।

উদ্বোধনী ম্যাচে মেরুরচর একাদশ বনাম মাদা‌রেরচর একাদশ দল প্রতিদ্বন্দ্বিতায় মাদা‌রেরচর টাইব্রেকারে জয়লাভ করে। এই টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করছে।

Related Articles

Back to top button