মেলান্দহ

মিটফোর্ড হত্যাকাণ্ড: সমাজের গভীর দুর্বলতা ও নৈতিকতার পতন বললেন জাবিপ্রবি উপাচার্য

মোঃ মিরাজুল ইসলাম,জাবিপ্রবি প্রতিবেদক: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হত্যাকাণ্ডকে নিছক একটি ব্যক্তি হত্যা হিসেবে না দেখে, একে পুরো সমাজব্যবস্থার গভীর দুর্বলতা ও নৈতিক অবক্ষয়ের নির্মম দলিল হিসেবে আখ্যায়িত করেন।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে ব্যবসায়ী চাঁদ মিয়াকে প্রকাশ্যে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তার নিথর দেহ টেনেহিঁচড়ে বাইরের রাস্তায় এনে উন্মত্ততা প্রদর্শনের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে জাবিপ্রবি উপাচার্য তার ফেসবুক পোস্টে লেখেন, “বাংলাদেশে এই হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তি হত্যার ঘটনা নয়; এটি পুরো সমাজব্যবস্থার গভীর দুর্বলতা, অনুশীলিত নৈতিকতাবোধের পতন, এবং সমষ্টিগত নির্লিপ্ততার একটি নির্মম দলিল। এই হত্যাকাণ্ডে নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। যে সমাজে একটি মানুষের মৃত্যু আরেকজনের অপ্রয়োজনীয় দৃশ্য হয়ে ওঠে, সেখানে সভ্যতা নয়, কেবল দৃষ্টিনন্দন নির্মমতা বেঁচে থাকে।”

সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “এটাই যদি সভ্যতা হয়, তবে অসভ্যতায় হয়তো আরও কিছু মানবিকতা ছিল।”

Related Articles

Back to top button