মতিন রহমান,বকশীগঞ্জ: ঢাকায় বসবাসরত বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের নিয়ে গঠিত বকশীগঞ্জ সমিতি ঢাকা’র নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক সন্ধ্যা গত শনিবার (১২ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়েছে।
আগারগাঁও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির ঘোষণা করেন।
আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটিতে অধ্যাপক ডা. রেজাউল করিম রেজা সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আগা সাঈদ মিন্টু মহাসচিব নির্বাচিত হয়েছেন।
নবগঠিত ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদাধিকারীগণ হলেন: সহ-সভাপতি: শহীদুল্লাহ খান, নুরুল আমীন, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম, কাজী আবদুল মান্নান, হামিদুর রহমান তারেক, এ কে এম ফেরদৌস, আনোয়ার হোসাইন ফুয়াদ, মোহাম্মদ নুর আলম কেনেডী, জামিল ইবনে মতিন, যুগ্ম মহাসচিব: ময়নুর হোসেন সম্পদ, মোহাম্মদ সোহেল রানা আকন্দ, ইমরান আনসারি, গোলাম রাব্বানী, মোশারফ হোসেন, মাকছুদুর রহমান রাজু তালুকদার, অর্থ সম্পাদক: মোহাম্মদ আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক: বেনজীর আহমেদ, এস এম রাশেদুজ্জামান রবিন, বিল্লাল সিদ্দিকী, আবদুস সবুর খান, বস্ত্র প্রকৌশলী আল ইমরান, তারেকুজ্জামান সোহাগ, জিল্লুর রহমান,দপ্তর সম্পাদক: আফজাল হোসেন জামিল,সমাজ কল্যাণ সম্পাদক: গোলাম কাওছার,সাংস্কৃতিক সম্পাদক: আশরাফুল ইসলাম বিকট,স্বাস্থ্য সম্পাদক: ডা. মনিরুজ্জামান মনির,আইন সম্পাদক: ব্যারিস্টার তাসনিম রাকিব অদিতি,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: ওয়াহিদা আক্তার,যুব বিষয়ক সম্পাদক: সিদ্দিকুর রহমান,ক্রীড়া সম্পাদক: এ কে এম হান্নান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: খলিলুর রহমান,ধর্ম সম্পাদক: সাদেকুর রহমান রুবেল,প্রচার সম্পাদক: গাজী মিজানুর রহমান,ত্রাণ ও দুর্যোগ সম্পাদক: জুবায়ের ইসলাম জুয়েল,কর্মসংস্থান সম্পাদক: শেখ মাসুদ রানা, পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন সম্পাদক: মো. ফেরদৌস আলম রিমন,নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক: মোক্তারুজ্জামান মুক্তা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক: শাহজাহান,মানব সম্পদ উন্নয়ন সম্পাদক: ইউসুফ জামিল,ছাত্র বিষয়ক সম্পাদক: শাহজাহান শাওন,বয়স্ক ও পুনর্বাসন সম্পাদক: শেখ মোখলেসুর রহমান।
নির্বাহী সদস্যবৃন্দ: নজরুল ইসলাম, আক্তারুজ্জামান রতন, মিজানুর রহমান মিজান (ট্যাক্স), ডা. আব্দুল্লাহ ইবনে বোরহান, ইদ্রিস আলী, আলতাব হোসেন, মোছা: ওয়াহিদা বেগম বেলী, আহমেদুর রহমান তনু, সাইফুল ইসলাম রনি, আরিফুর রহমান রানা, জাহাঙ্গীর আলম, আব্দুল আল মতিন, মোহাম্মদ আব্দুল মতিন, ফারুক আহমেদ, সরোয়ার হোসাইন শহীদ, আব্দুল্লাহ আল নঈম, জুবাইদুল ইসলাম বাবু, সাহাদুজ্জামান শামীম, আল ইমরান পথিক ও আরজিনা আসাদ।
নব-নির্বাচিত মহাসচিব আগা সাঈদ মিন্টু সমিতির উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে জানান যে, এই সমিতির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণে কাজ করা। তিনি আরও বলেন, সমিতি বাৎসরিক কর্মপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে: বাৎসরিক পিকনিক ও মিলনমেলা, ইফতার ও দোয়া মাহফিল,বিশেষায়িত মেডিকেল ক্যাম্প,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান,শীতবস্ত্র বিতরণ,বৃক্ষরোপণ,শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ,বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ,মাদকমুক্ত বকশীগঞ্জ গড়তে জনসচেতনতামূলক র ্যালি,ঈদ-পুনর্মিলনী,বকশীগঞ্জের উন্নয়নে জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ,যাকাত ফান্ড তৈরি করে অসহায়দের মাঝে বিতরণ।
এছাড়াও, সমিতির সকল সদস্যই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত বলে তিনি উল্লেখ করেন। এই নতুন কমিটি বকশীগঞ্জবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।