জামালপুর

জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন

হৃদয় আহম্মেদ, জামালপুর: সারাদেশের মতো জামালপুরেও যথাযোগ্য মর্যাদায় জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় সরকারি আশেক মাহমুদ কলেজের মহিলা হোস্টেলের সামনে এই স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়।

জামালপুরের জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম স্মৃতি স্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার জনাব রফিকুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শহীদ ও আহত পরিবারের সদস্যরা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লব দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও অধিকার আদায়ের পথ দেখাবে।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের হত্যার বিচার এখনও নিশ্চিত হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই বিচার নিশ্চিত করে এবং সংবিধান সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হোক। সেটাই হবে জুলাইয়ের প্রকৃত আকাঙ্ক্ষার বাস্তবায়ন।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Related Articles

Back to top button