বকশীগঞ্জ

বিশ্ব জনসংখ্যা দিবস: বকশীগঞ্জে তারুণ্যের ক্ষমতায়নে জোর

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষে সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব এবং তরুণদের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ আবসার রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা লাবনী, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান এবং স্থানীয় ব্যবসায়ী আবদুল হামিদ।

বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং তাদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সুপরিকল্পিত পরিবার অপরিহার্য, এবং এক্ষেত্রে তরুণদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে, পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন শ্রেষ্ঠ কর্মীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এছাড়াও, দুটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।

এই আয়োজন বকশীগঞ্জে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এবং তরুণদের ক্ষমতায়নে নতুন করে আগ্রহ সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button