যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জামালপুরের মাদারগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদারগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও হোমিও চিকিৎসক খন্দকার আব্দুল আলীম রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুগান্তর প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর, বাংলাদেশ টুডের প্রতিনিধি জুলফিকার বাবলু, আমার দেশের প্রতিনিধি খাদেমুল ইসলাম, দৈনিক জনতার প্রতিনিধি সামিউল ইসলাম শামিম, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান আইয়ুব, মানবজমিন পত্রিকার প্রতিনিধি আল্পনা জান্নাত, নয়া দিগন্তের সংবাদদাতা ও জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি এম আর সাইফুল, ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি তারিকুল ইসলাম, পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি বজলুর রহমান খান, কলেজ শিক্ষার্থী ইমন আকন্দ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা মোহাম্মদ শাহীন।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি খন্দকার আব্দুল আলিম।