বকশীগঞ্জ

বকশীগঞ্জে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ ৭৪টি পরিবারের মধ্যে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারগুলোর মাঝে টিউবওয়েল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন,গ্রামের অসহায় মানুষের জন্য সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এ উপজেলায় অনেকদিন ধরে সংস্থাটি কাজ করছে এবং তাদের কার্যক্রম প্রশংসনীয়। আশা করি, আগামীতেও অসহায় মানুষের সেবায় এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’-এর হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার নাকমুল হোসেন, বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন। এ ছাড়াও, উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’ শুধু টিউবওয়েল ও আনুষঙ্গিক সরঞ্জাম বিনামূল্যে বিতরণই নয়, সেগুলোর স্থাপনাসহ পানি ব্যবহারের উপযোগী করে তোলার কাজও সম্পন্ন করে থাকে। দেশের দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে আসছে এই সংস্থাটি।

Related Articles

Back to top button