মাদারগঞ্জ

মাদারগঞ্জে চাঞ্চল্যকর মাসুদ হত্যা; চাচা ফরিদুল গ্রেফতার

১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছুরিরা আঘাতে হত্যাকান্ডের ঘটনায় ফরিদুল ইসলাম প্রামানিক (৩৮) নামে এক যুবককে  গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে ফরিদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ফরিদুল ইসলাম উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকার মৃত আলতাফুর প্রামানিকের ছেলে। আহত রুবেল প্রামানিকের সহোদর বড় ভাই এবং নিহত মাসুদ প্রামানিকের চাচা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক হাসিব আল মাহফুজ বলেন- ‘গত শনিবার সন্ধ্যায় আহত রুবেল প্রামানিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদুল ইসলাম প্রামানিক বাড়িতে আসেন। ঘটনার পর ফরিদুল প্রামানিকের গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার কথা বার্তায় অসংগতি পাওয়া যায়। তাই প্রকৃত ঘটনা উদঘাটনের স্বার্থে আমরা তাকে গ্রেফতার করি। এরপর আদালতে পাঠিয়ে মামলার তদন্ত স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আশা করি হত্যাকান্ডের কারণ বেড়িয়ে আসবে।

প্রসঙ্গত, গত শনিবার (১২ জুলাই) রাতে ছুরির আঘাতে মাসুদ প্রামানিক (২৩) নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রুবেল প্রামানিক (২০) নামে আরেক যুবকের শ্বাসনালী কেটে গুরুতর আহত করা হয়।

রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কোয়ালিকান্দি এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে সেই দিন রাতেই নিহত মাসুদের লাশ দাফন করা হয়।

বর্তমানে রুবেল প্রামানিক ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এই ঘটনায় রোববার রাতে নিহত মাসুদের বাবা সম্রাট প্রামানিক বাদি হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Back to top button