সারাদেশ

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই মঙ্গলবার বিকেলে ওই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

জেলা শহরের নিউমার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফারাজী। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপায় বিএনপির উপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভূত্থ্যানের পটভূমি তৈরি হয়েছিলো। এখন যারা তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে, রাজপথে তাদের জবাব দেয়া হবে।

সমাবেশে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button