জামালপুর

জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার

হৃদয় আহম্মেদ, জামালপুর: ভারত থেকে পাচার হয়ে  আসা ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার করেছে র‍্যাব-১৪।  এসময় একটি মাইক্রোবাস জব্দ ও দুইজনকে আটক করে র‍্যাব।

বুধবার সকালে জামালপুর সদরের বিনন্দেরপাড়া এলাকায় চেক পোস্ট বসিয়ে এসব উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ব্লেডের বাজার মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মাইক্রেবাস চালক সাদ্দাম হোসেন ও পাচার কাজে জড়িত আবুল খায়ের৷

মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে।

সকাল ১০টায় জামালপুর র‍্যাব কার্যালয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম জানান- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস দিয়ে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়৷ এমন সংবাদের ভিত্তিতে ভোরে সাড়ে ৫ টায় র‍্যাবের একটি দল জামালপুর সদরের বিনন্দেরপাড়ায়   চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি সাদা মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয় এবং  ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার করা হয়। এছাড়াও   মাইক্রোবাস জব্দের পাশাপাশি ২জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের জামালপুর সদর থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে র‍্যাব।

Related Articles

Back to top button