জামালপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন
গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে জামালপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বিকেল ৫ টার দিকে শহরের বিজয় চত্বরে সড়ক ব্লক করে দেয় নেতাকর্মীরারা। পরে সেখান থেকে পুলিশ ও সেনাবাহিনী সড়িয়ে দিলে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
এই সময় ঢাকা, ময়মনসিংহ ও বকশিগঞ্জমুখী বাস–ট্রাকসহ দূরপাল্লার অসংখ্য যান আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
এনসিপি’র জেলা সমন্বয়ক আমিনুল এহসান বলেন, গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার দায় সরকারকেই নিতে হবে। গণতন্ত্রের পথে হাঁটতে হলে এমন হামলার বিচার নিশ্চিত করতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেদোয়ান খন্দকার মাহিন বলেন, আমরা বারবার শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছি। কিন্তু বারবার হামলার শিকার হচ্ছি। তাই বাধ্য হয়েই আজকের সড়ক অবরোধ করেছি।
ছাত্রনেতা তূর্য বলেন- এই আন্দোলন আমাদের অস্তিত্বের প্রশ্ন। অন্যায়ভাবে হামলার বিচার না হলে দেশের রাজনীতি আরও অস্থিতিশীল হবে।
বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে এনসিপির নেতারা বর্তমানে সেভ জোনে রয়েছেন এবং আন্দোলন শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সব কর্মসূচি স্থগিত থাকবে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল আতিক জানান-“বিক্ষোভ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই দায়িত্বশীল ভূমিকা নিয়েছে।”