দেওয়ানগঞ্জ সরকারি এ কে মেমোরিয়াল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি এ কে মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আতিকুর রহমান সুমিল ও সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে ।
দেওয়ানগঞ্জ সরকারি এ কে মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে মোঃ তৌহিদুল আলম তুহিন কে সভাপতি ও মোঃ আহসান আসিফ কে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটিতে মোঃ রাফিউল রহমান সাহেল সিনিয়র সহ সভাপতি, মোঃ আইয়াদ আলাবী আদি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সিরাতুল ইসলাম সিফাত সাংগঠনিক সম্পাদক, মোঃ মোতাছিম বিল্লাহ রায়হান দপ্তর সম্পাদক, ও রাফিয়া সুলতানা সেবা কে ছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা, হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের কমিটিও আজ ঘোষণা করা হয়েছে।