ইসলামপুর

ইসলামপুরে দেড় বছেরও আলোর মুখ দেখছে না মা ও শিশু কল্যাণ কেন্দ্র

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে দুই বছরেও আলোর মুখ দেখেনি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। দুই বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও হাসপাতালটি চালু করেছে না কৃর্তপক্ষ। এতে বিড়ম্বনায় পরতে হচ্ছে মা ও শিশু রোগীদের।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভবনটি তাদের কাছে হস্তান্তর করেনি নির্মাণকারী প্রতিষ্ঠান।

২০২৩ সালে জামালপুর ইসলামপুরে ১০ শয্যা মা ও শিশু হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রশাসন।  দেড় বছর আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সম্পূর্ণ হলেও হাসপাতালটিতে এখনো সেবা চালু করতে পারেনি কর্তৃপক্ষ। এতে করে উপজেলার মা ও শিশু রোগীদের বেড়েছে দুর্ভোগ। ফলে এই উপজেলার মা ও শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য ছুটতে হয় রাজধানী ও  জেলা শহরে। অতি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবির স্থানীয়দের।

এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকিলা চৌধুরী জানান- ভবন নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, সম্পন্ন হয়েছে শোভা বর্ধনের কাজ। হাসপাতালে সরবরাহ করা হয়েছে চিকিৎসা সরঞ্জামাদি, তারপরও হাসপাতালটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

Related Articles

Back to top button