ইসলামপুরে দেড় বছেরও আলোর মুখ দেখছে না মা ও শিশু কল্যাণ কেন্দ্র
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে দুই বছরেও আলোর মুখ দেখেনি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। দুই বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও হাসপাতালটি চালু করেছে না কৃর্তপক্ষ। এতে বিড়ম্বনায় পরতে হচ্ছে মা ও শিশু রোগীদের।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভবনটি তাদের কাছে হস্তান্তর করেনি নির্মাণকারী প্রতিষ্ঠান।
২০২৩ সালে জামালপুর ইসলামপুরে ১০ শয্যা মা ও শিশু হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রশাসন। দেড় বছর আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সম্পূর্ণ হলেও হাসপাতালটিতে এখনো সেবা চালু করতে পারেনি কর্তৃপক্ষ। এতে করে উপজেলার মা ও শিশু রোগীদের বেড়েছে দুর্ভোগ। ফলে এই উপজেলার মা ও শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য ছুটতে হয় রাজধানী ও জেলা শহরে। অতি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবির স্থানীয়দের।
এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকিলা চৌধুরী জানান- ভবন নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, সম্পন্ন হয়েছে শোভা বর্ধনের কাজ। হাসপাতালে সরবরাহ করা হয়েছে চিকিৎসা সরঞ্জামাদি, তারপরও হাসপাতালটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।